টি-টুয়ন্টিতে ৬০ রানের জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর এ জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ সিরেজের ৪-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১২২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৩ ওভারেই সবকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটাই দলটির সর্বনিম্ন মাত্র ৬২ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।
এর আগে ২০০৫ সালে সর্বনিম্ন রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে সাউথ্যাম্পটনে ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
শুরু থেকেই অসাধারণ বোলিং উপহার দেন টাইগাররা। সাকিব নিয়েছেন ৪ উইকেট। এক ওভারে দুই উইকেটসহ মোহাম্মদ সাইফউদ্দিন পেয়েছেন ৩ উইকেট।
অ্যাশটন টার্নারকে ফিরিয়ে বাংলাদেশের বোলার হিসেবে সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে পেলেন একশ উইকেটের স্বাদ। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে মাইল ফলকের দুয়ারে দাঁড়িয়ে ছিলেন সাকিব আল হাসান। পরের উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাঁহাতি এই স্পিনারকে। অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়া বল কাট করেন টার্নার। ক্যাচ যায় সোজা কাভারের ফিল্ডার মাহমুদউল্লাহর হাতে।সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। সাকিব এই তালিকায় দ্বিতীয়।
Leave a Reply