বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া নেত্রী হেলেনা জাহাঙ্গীরের পৃথক চার মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত।
৩রা আগস্ট মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ও নিভানা খায়ের জেসি’র পৃথক আদালত তাকে এ রিমান্ডে নেয়ার আদেশ দেন।
এর আগে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদক, বিশেষ ক্ষমতা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং পল্লবী থানার প্রতারণা ও টেলিযোগাযোগ আইনের পৃথক চার মামলায় ২৯দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।
সম্প্রতি সময় ফেসবুকে মন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে কটুক্তি করে আলোচনায় আসেন আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি দেয়া নেত্রী হেলেনা জাহাঙ্গীর।
গত শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন হেলেনা জাহাঙ্গীর।
Leave a Reply