কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করার লক্ষে কেরানীগঞ্জের কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ (২৮ জুলাই) বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিন কেরানীগঞ্জের আবদুল্লাপুর বাজার ও হাসনাবাদ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন।
এসময় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করার দায়ে মোট ৪৯টি মামলা করা হয়। ১৭টি প্রতিষ্ঠান ও ৩২ জন ব্যক্তির বিরুদ্ধে এ মামলা আর এতে ৫৪ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা মাঠে কাজ করছি। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করার চেস্টা করছি।
তিনি আরো বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে চললে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই কর্মকর্তা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বিজিবি ও পুলিশের একটি টিম সহায়তা করেন।
Leave a Reply