ব্রাহ্মণবাড়িয়ায় বাবার চেহারার সাথে মিল না থাকায় শিশু সন্তানকে হত্যা করে শিশুটির বাবা। শিশুটির নাম সায়মন(৯)। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। পাষন্ড বাবার নাম বাদল মিয়া। ঘটনাটি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়া গ্রামে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বাদলের ছেলের সাথে তার চেহারার মিল না থাকায় সন্দেহের কারণে ছেলেকে খুন করেছে।
জানা গেছে, গত শনিবার সকালে বাদল মিয়া তার ছেলে সায়মনকে জমিতে ঘাস কাটতে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যায়। পরে ধান ক্ষেতে সায়মনকে গলা কেটে হত্যা করে তার মরদেহ ফেলে আসে।
এর পরে ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে বাদল মিয়া বাড়িতে এসে সায়মনকে খোঁজার নাটক শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজনকে নিয়ে বাদল মিয়া ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় শিশু সায়মনের মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
এসময় বাবা বাদলের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদের তাকে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলামের কাছে শিশু সন্তানকে হত্যার কথা ১৬১ ধারায় স্বীকার করেন।
আজ রোববার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুর বাবা বাদল ১৬৪ ধারায় শিশু সায়মনকে হত্যার কথা স্বীকার করেন।
Leave a Reply