না ফেরার দেশে চলে গেলেন গন সংগীত শিল্পি ফকির আলমগীর ।করোনা ভাইরাসের কাছে পরাজয় হয়ে ২৩ জুলাই শুক্রবার রাতে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
তার মৃত্যুর খবরটি গনমাধ্যমে নিশ্চিত করে তার ছেলে মাশুক আলমগীর রাজিব বলেন, করোনা আক্রান্ত হয়ে গত১৫ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তার বাবা ফকির আলমগীর । অবস্থার অবনতি হলে আজ ডাক্তারি পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয়।
ফকির আলমগীর স্বাধীনতা যুদ্ধের সময় একজন বীর কন্ঠযোদ্ধা ছিলেন। এর পুরস্কার স্বরুপ তিনি একুশে পদকে ভূষিত হন।
ফকির আলমগীরের অসংখ্য গানের মধ্যে “ও ছকিনা গেছোস কিনা ভুইলা আমারে” অন্যতম জনপ্রিয় গান।
এই গুনী শিল্পির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।
Leave a Reply