বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে পরিবর্তিত পরিস্থিতিতে তা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। এর পর তৃতীয় মেয়াদে সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
এদিকে, ছুটি বাড়ালেও দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবারের তথ্যানুযায়ী আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন করে আরো ছুটি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে।অবশ্য এখনো এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি।
অন্যদিকে, সাধারণ ছুটির সঙ্গে সঙ্গে দেশে গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞাও বেড়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা অনুযায়ী আগামীকাল ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এর পর তা আস্তে আস্তে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৩০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ২১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩ জন।
Leave a Reply