নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা যেমন সবচেয়ে শোচনীয় তেমনি যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অবস্থাও তাই। ছবির মতো সুন্দর নিউইয়র্ক শহর পরিণত হয়েছে এক বৃহৎ শ্মশানে! যুক্তরাষ্ট্রে সবমিলিয়ে যত আক্রান্ত এবং মৃতের সংখ্যা, তার অর্ধেকই এই এক রাজ্যে। বিধ্বস্ত এই রাজ্যের এক প্রেমিক যুগল স্কাইপে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘চারদিকে এত মৃতদেহ, তাই আমরা এখন গোনা ছেড়ে দিয়েছি!’
অ্যালিক্স মন্টেলিওন ও তার প্রেমিক মার্ক কজলো আটকা পড়েছেন নিউইয়র্কের ব্রুকলিনের একটি অ্যাপার্টমেন্টে। বাইরে বেরুনো তো দূরের কথা, জানালা খুলতেও বারণ করে দেওয়া আছে তাদেরকে। তারপরও মাঝে মাঝেই লোভ সামলাতে না পেরে প্রিয় শহরটাকে একবার দেখে নেন তারা।
মন্টেলিওন বলছেন, শুনশান নিরবতার এই শহর আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। হঠাৎ হঠাৎ নিরবতা ভাঙে কারো আর্তচিৎকারে। বুঝতে পারি, নতুন আরেকজন আক্রান্ত ব্যক্তি প্রাণ হারালেন। আমরা জানালা খুলে দেখার চেষ্টা করি। শহরটা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।’
তিনি আরো বলেন, শহর থেকে ঠিক কি পরিমাণ মৃতদেহ বেরিয়ে গেল সেটা এখন আর গোনা হয় না। এই ক্লান্তিকর কাজটা আমরা ছেড়ে দিয়েছি বেশ কিছুদিন আগেই। ভয়ংকর মনে হলেও এটাই এখানকার বাস্তবতা।
নিউইয়র্কে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫১০ জন। মৃতের সংখ্যা ৭ হাজার ৬৭।
ব্যতিক্রম নিউজ
Leave a Reply