নিজস্ব প্রতিবেদক:এবার ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ অবস্থায় দেশটিতে লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৬৫ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২০ জন। এ নিয়ে ভারতে প্রাণঘাতী ভাইরাসটিতে ১৬৯ জনের মৃত্যু হলো।
উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর চিন্তা-ভাবনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তিনি সর্বদলীয় ভিডিও কনফারেন্স করেছেন। দেশটিতে ঘোষিত ২১ দিনের লকডাউন আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা।
মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বৃহস্পতিবার ভারতের উড়িষ্যা রাজ্য সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে রাজ্যটির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে লকডাউন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে জানিয়েছেন, তার রাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন।
Leave a Reply