করোনা ভাইরাসের উর্ধ্বমুখী ঠেকাতে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথমদিনে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে ১৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার রোহিতপুর ও কালিন্দী ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি দেয়া হয়।
এসয়ম তার সাথে ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, ২৬ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সুবেদার কবির আহমেদ, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের টিম।
Leave a Reply