গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো ১১৫ জনের। টানা চারদিন একশোর উপরে মৃত্যু এবং এক সপ্তাহের মধ্যে দুবার শনাক্তের রেকর্ড ভাঙা দেখলো দেশ। কঠোর লকডাউনে যাওয়া কত জরুরি ছিলো, তা শনাক্ত ও মৃত্যু এই পরিস্থিতি বলে দিচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জন। এসময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৩। এর মাত্র একদিন আগে অর্থাৎ ২৮ জুন দেশে ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মোট মৃত্যের সংখ্যা ১৪ হাজার ৫০৩ জন এবং মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। এ আগে মঙ্গলবার করোনায় শনাক্ত হয়েছিলো ৭ হাজার ৬৬৬ জন এবং মারা যায় আরো ১১২ জন। এর আগে গত ২৭ জুন দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ছিল ১১৯ জনের।
Leave a Reply