নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মাওয়া মহাসড়কের চীন মৈত্রী ১ম সেতুর (পোস্তগোলা) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ প্রান্তের ঢাকা মাওয়া মহাসড়কে ঢালে সিএনজি- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।
আজ (২৮ জুন) সোমবার দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ এর সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি চালক। নিহত চালকের নাম ইসমাইল মোল্লা( ৪২), সে দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা গ্রামের মৃত কালাই মোল্লার ছেলে। এদিকে ঘটনার পর পরই ট্রাকটির চালক দক্ষিন কেরানীগঞ্জ থানায় আত্মসমর্পন করে বলে জানায় থানা পুলিশ। ট্রাক চালকের নাম আসাদুর রহমান, সে যশোর জেলার কোতোয়ালি থানার বাচ্চু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পন্য বোঝাই ট্রাক (যশোর -ট -১১ -৪৪৫৪) পোস্তগোলা ১ম সেতুর পার হয়ে ঢাকা মাওয়া সড়ক দিয়ে যশোরের উদ্দেশ্য যাচ্ছিল। এমন সময় (ঢাকা -থ-১১- ৫৭৯৩) সিএনজিটি কোন্ডা থেকে যাত্রী নিয়ে ইকুরিয়ার বিআরটিয়ের সামনে দিয়ে ব্রীজের ঢালের ইউটার্ন ঘুরতে গেলে সিএনজিটির সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি ইউটার্নের বেরিকেট ও স্টীলের বেড়া ভেঙ্গে সিএনজির ভিতরে ঢুকে গেলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এবং ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। পরে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইন্সেপেক্টর সোহরাব হোসেন জানান, ঘাতক ট্রাক চালক দক্ষিন কেরানীগঞ্জ থানায় আত্মসমর্পন করেছে। ট্রাকটি জব্দ এবং সিএনজিটি উদ্ধার করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ দূর্ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply