করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনাভাইরাস বিষয়ক প্রতিনিধি জাহিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা ও জেলা সিভিল সার্জন (সিএস) মোহাম্মদ ইমতিয়াজ।
জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা বলেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনাভাইরাস বিষয়ক প্রতিনিধি জাহিদুল ইসলামের করোনা ফল পজেটিভ এসেছে। বাড়িতেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিনের করোনা টেস্ট করানো হয়েছে। তবে তিনি সুস্থ আছেন।
তিনি বলেন, জসিম উদ্দিন সাহেব আপাতত বাড়িতে থেকেই কাজ সম্পন্ন করছেন। নিয়মিত অভিযান, টহল এবং অফিসিয়াল কাজসহ সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সবাই যদি একটু সতর্ক হয় এবং ঘরে থাকে তাহলে শিগগিরই এ সংকট কাটিয়ে উঠবে।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে করোনা পজেটিভ হওয়া স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। ঘরে বসে যতটুকু সম্ভব কাজ করে যাওয়ার চেষ্টা করছি। সুস্থ হওয়ার পর ফের জনগণের সেবায় নিয়োজিত হব।
এদিকে, সাম্প্রতিক সময়ে যারা জাহিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন স্থানে বৈঠকে অংশ নিয়েছেন তারা সবাই বাড়তি সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন (সিএস) মোহাম্মদ ইমতিয়াজসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
উল্লেখ্য, পুরো দেশের মধ্যে করোনা সংক্রমণের ভয়াবহ ঝুঁকির তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে ইতোমধ্যে ৫৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যুবরণ করেছেন বেশ কয়েকজন।
Leave a Reply