গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১১৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে, করোনার ইতিহাসে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৯ এপ্রিল এক দিনে সর্বোচ্চ ১১২ মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন ১১৯ মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ঘটল ১৪ হাজার ১৭২ জন মানুষের।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৪০০। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ।
অধিদপ্তর আরো জানায়, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৮ লাখ ০৪ হাজার ১০৩।
Leave a Reply