শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ। সারা বছর যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে থাকতে পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে।
করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থীই পড়াশোনার বাইরে। কবে নাগাদ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যেন পড়াশোনার সঙ্গে থাকে সেজন্য চালু করা হচ্ছে শিক্ষা টিভি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক জানান, এই টিভিতে প্রচারিত হবে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শ্রেণির সকাল ক্লাস লেকচার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম জানান, শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখার জন্য ডিজিটাল মাধ্যমে আরো বেশি জোর দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দেয়া হচ্ছে শিক্ষকদেরও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে সমন্বিত উদ্যোগ দরকার। শুধু শিক্ষা টিভি চালু করাই নয়, সেখানে বাছাই করে সেরা শিক্ষকদের ক্লাস লেকচারও প্রচার করতে হবে। শিক্ষামূলক অনুষ্ঠানেরও পরিকল্পনা রাখার তাগিদ গবেষকদের।
Leave a Reply