Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কেরাণীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ “বুস্টার গ্যাং” এর ৭ সদস্য গ্রেপ্তার - বুড়িগঙ্গা টিভি কেরাণীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ “বুস্টার গ্যাং” এর ৭ সদস্য গ্রেপ্তার - বুড়িগঙ্গা টিভি
  1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভাংচুর ও কোটি টাকা চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা অত্যাধুনিক ২০টি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম “পাঠকের মতামত” তিনটি হাসপাতাল চীনের উপহার: দক্ষিণাঞ্চলের মানুষের জীবনেও কি আলো আসবে? দুর্ঘটনায় উড়ে গেল বাসের ছাদ তবুও পাঁচ কিলোমিটার টেনে নিলেন চালক সরকার-বিএনপির নির্বাচনী টাইমফ্রেম কাছাকাছি, তবুও কেন শঙ্কা বিক্ষোভ সমাবেশ করে বগুড়ায় সরকারি পলিটেকনিকের মূল ফটকে তালা দিলো শিক্ষার্থীরা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস আত্মহত্যা প্ররোচনার মামলা তুলে নিতে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

কেরাণীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ “বুস্টার গ্যাং” এর ৭ সদস্য গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ “বুস্টার গ্যাং” এর ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানান আজ ২৩ জুন (মঙ্গলবার দিবাগত) রাত অনুমান ১টায় র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ স্থানীয় “বুস্টার গ্যাং” এর ৭ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম, গ্যাং লিডারঃ মোঃ শাওন ওরফে বুষ্টার শাওন (২৫), মোঃ রবিন ওরফে পঁচা রবিন (২৬), শাওন ওরফে চিকু শাওন ওরফে হকি শাওন (২৩), মোঃ তাজল (২৮),মোঃ আলী আজগর (২৫), মোঃ রিয়াজ (২৩) ও মোঃ আনোয়ার (২৫)।

এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ১ টি ওয়ান সুটার গান, ১ রাউন্ড গুলি, ৩টি সুইচ গিয়ার, ১টি প্লাস্টিকের বাট যুক্ত চাকু, ১টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের হ্যামার, ১টি করাত, ২টি হকস্টিক, ২৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৫ পুরিয়া গাঁজা, ২ ক্যান বিয়ার, ১টি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র ও নগদ এক হাজার দুইশত ত্রিশ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই সংঘবদ্ধ অপরাধীরা স্থানীয় “বুস্টার গ্যাং” এর সদস্য। তারা সবসময় একত্রে ইয়াবা, গাজা, বিয়ার, মদসহ নানা ধরণের মাদক সেবন করে এবং প্রায় তারা নিজেদের মধ্যে পার্টি করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রসহ মারামারিতে লিপ্ত থাকে।
এছাড়াও তারা বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ, সাথে বহন করা দ্রব্যসামগ্রীর ব্যাগ প্রভৃতি ডাকাতি করে দ্রুত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা বুস্টার গ্যাং এর সদস্যরা জানান, ডাকাতি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। প্রায় সময় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে।

এলাকাবাসীর ধারনা মতে এরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাই ওভারের উপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারন মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টিসহ ছিনতাই, রাহাজানি ইত্যাদির সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। এলাকাবাসীর কাছে জানা যায়, বুস্টার গ্যাং এর কার্যকলাপে তারা অতিষ্ঠ। এই গ্যাং এর বেশিরভাগ সদস্যেরই একাধিক পুলিশ কেস রয়েছে। কোন কিছুর তোয়াক্কা না করেই দিন দিন তারা তাদের অপরাধের পরিধি বাড়িয়েই চলেছে ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা  প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews