বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বজ্রপাত থেকে রক্ষার জন্য কেরানীগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার বিকালে দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল চন্ডিতলা এলাকায় এসব চারা রোপন করেন বাংলাদেশ আওয়ামীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিন কেরানীগঞ্জ আওয়ালীগের যুগ্ন আহবায়ক ম.ই মামুনসহ আ.লীগের নেতাকর্মিরা।
এসময় প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন,মানুষ ও প্রানীকে বজ্রপাত থেকে বাচতে এবং পরিবেশের বারসাম্য রক্ষায় তালগাছের বিশেষ ভুমিকা রয়েছে। তাই আমাদের উচিত বেশী করে তালগাছ লাগানো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন , বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করছি। সবাই গাছ লাগান,পরিবেশ বাঁচান।
তিনি আরো বলেন, কেরানীগঞ্জে আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রমে অগ্রনি ভূমিকা পালন করেছে। বাংলাদেশের যত ভালো অর্জন তা বাংলাদেশ আওয়ামীলীগের হাত ধরেই এসেছে।
Leave a Reply