ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা সারিঘাট নামক স্থানে পানিতে ভাসমান অবস্থায় গত ১২ জুন শনিবার রাত নয়টার দিকে অজ্ঞাত (২১ ) যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশের দেয়া বর্ননা অনুযায়ী মরদেহের গায়ের রং কালো, লম্বা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখের আকৃতি গোলাকার, মাথার চুল কালো এবং পরনে ছিলো নেভি ব্লু রংয়ের জিন্সের ফুলপ্যান্ট ।
কোন নাম পরিচয় না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করতে পারেনী। এছাড়া মরদেহের মৃত্যুর আসল রহস্য উদঘাটন করতে সমস্যা হচ্ছে।
এজন্য মরদেহটির ছবি আজ ২২ জুন মঙ্গলবার রাতে ফেইজবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর।
তিনি পোষ্টে মরদেহটি কেউ চিনলে দক্ষিন কেরানীগঞ্জ থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান।
পরিচয় শনাক্ত করতে ফেজবুক পোষ্ট করেন অতিরিক্ত পুলিশ সুপার(কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর
Leave a Reply