করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে নমুনা সংগ্রহ ও রোগী পরিবহনের জন্য এবার প্রত্যেক জেলায় তিনটি করে যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার নির্দেশ দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ সংক্রান্ত একটি নির্দেশনা বুধবার জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের প্রত্যেক জেলার ডিসিকে (জেলা প্রশাসক) আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে। করোনায় আক্রান্তদের শনাক্ত করতে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে ল্যাব স্থাপন করা হয়েছে।
এমনই প্রেক্ষাপটে প্রত্যেক জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, চিঠিতে উল্লেখ করা হয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনার রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২১৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। সেইসঙ্গে মারা গেছে ২০ জন।
Leave a Reply