আট দিন নিখোঁজ থাকার পর ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুরে শ্বশুর বাড়িতে ফিরেছেন।বিস্তারিত জানতে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে।
শুক্রবার দুপুরে মহানগরীর আবহাওয়া অফিস সংলগ্ন চারতলা মোড়ে পৌঁছান তিনি। এখনো জানা যায়নি তিনি এতদিন কোথায় কি অবস্থায় ছিলেন। তবে সংবাদ সম্মলন করে বিস্তারিত পরে জানাবে পুলিশ।
আদনানকে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা থেকে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার দুপুরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে উপস্থিত হন। পরে বেলা পৌনে তিনটার দিকে তাঁকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেয়া হয়।
গত ১০ জুন রংপুর থেকে একটি ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো গ ৩৩-৪৩৪২) ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আদনান। তার সঙ্গে ছিলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ। গাড়িটিসহ এদের চারজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনলাইনে আদনানকে নিয়ে ভাসছে নানা কথা-বার্তা।
পরদিনই কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন আবু ত্ব-হার মা। ত্ব-হার বর্তমান স্ত্রী সাবিকুন্নাহার জানান, রংপুরের বাড়ি থেকে ওইদিন বগুড়ায় একটি ধর্মীয় সভায় যোগ দেয়ার কথা ছিল আদনানের। এরপর ঢাকায় আসার কথা। বিকেল ৪টার দিকে রংপুর থেকে একটা কারে করে বগুড়ার উদ্দেশ্যে বের হন তিনি। ওই গাড়িটির মালিক রংপুরের আমির উদ্দীন, তিনিই চালান। সাধারণত রংপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমির উদ্দীনের গাড়িটি ব্যবহার করতেন আদনান।
রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই ফোনে আদনান জানান, দুটি মোটরসাইকেলে চারজন তার গাড়িটিকে অনুসরণ করছে। পরে ‘হয়তো ভয়ে বা উদ্বিগ্ন হয়ে’ তিনি বগুড়ার সভায় যোগ না দিয়ে ঢাকার পথ ধরেন। তার সঙ্গে আব্দুল মুহিত ও মোহাম্মদ ফিরোজ নামে যে দুজন ছিলেন তারা মূলত আদনানকে বগুড়ার সভায় নিতে এসেছিলেন।
Leave a Reply