ঢাকার কেরানীগঞ্জে চার তলা ভবন হেলে পড়েছে পাশের একটি ছয়তলা ভবনের সাথে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া রসুলবাগ মডেলটাউন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন দ্রুত ছুটে গিয়ে ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ভবনটিকে সিলগালা করে দেয়া হয়।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে ভবনটি তৈরী করেন মো. মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। ভবনটিতে ৫টি পরিবার বসবাস করতো। প্রথমে তিন তলা করার পর বাকি একতলা তৈরী করেন বছর খানেক আগে। এখানকার বেশীরভাগ বহুতল ভবনগুলো কোন প্রকার ইঞ্জিনিয়ারের প্লান বা নকসা ছাড়াই তৈরী করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মডেল থানা পুলিশের একটি টিম। মডেল থানার ওসি আ.ছালাম জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। যাহাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা ভবনটিতে বসবাস করা সকলকে নিরাপদে সরে যেতে সহায়তা করেছি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ভবনের বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়াসহ ভবনটিকে সিলগালা করে দেয়া হয়েছে। ভবনটি উপজেলা প্রসাশনের ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা নিরিক্ষা শেষে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় ভবন মালিক মো. মোক্তার হোসেন কে ঘটনাস্থলে পাওয়া যায়নি।#
Leave a Reply