ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহা সড়কে কনক পরিবহন নামের এসি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ২টা পর্যন্ত একটানা ডাকাতি করে যাত্রীদের সবকিছু নিয়ে তাদের কুচিয়া মোড়া ধলেশ্বরী ব্রীজের টোল প্লাজায় নামিয়ে দেয়।
বাসে থাকা কামাল হোসেন নামের এক যাত্রী জানান, আমি ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য সায়েদাবাদ থেকে বাসে উঠি। এসময় বাসে মোট ১৮ জন যাত্রী ছিল। বাসটি ঢাকা থেকে ১১টার দিকে রওয়ানা দিয়ে পোস্তাগোলা ব্রীজ পার হয়। পরে কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের ধলেশ্বরী ব্রীজে টোল দিয়ে আবার যাত্রা শুরু করে।
এরপর হঠাৎ বাসে থাকা যাত্রী বেসে ১২ জনের ডাকাত দল গাড়ীর ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে গাড়ীর নিয়ন্ত্রন নেয়। পরে সবাইকে গাড়ীর জানালার পর্দা দিয়ে বেধেঁ ফেলে ও সবার মাথায় সিটের কাভার দিয়ে ঢেকে চোখ বন্ধ করে দেয়। এরপর যার কাছে যা ছিলো তা নিয়ে প্রায় ঘন্ট দুয়েক পরে রাত ২ টার দিকে আবার ধলেশ্বরী ব্রীজের টোল প্লাজায় গাড়ি রেখে ডাকাতদল পালিয়ে যায়।
ঢাকা জেলা অপরাধ দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির জানান, গত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ টহলরত অবস্থায় জানতে পারে কনক পরিবহন নামের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ডাকাকি হয়েছে। এঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জানান, ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাড়ীর স্টাফদের আটক করা হয়েছে। ডাকাতি ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply