নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি বলে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে সেটা মেনে নেবে না বিএনপি।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন। অন্তর্বর্তীকালীন সরকার কি চায়, তারা নিজেও বুঝে না। আপনাদের মধ্যে কোনো সমন্বয় নাই বলেও মন্তব্য করেন তিনি।গয়েশ্বর বলেন, জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই।
কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনির সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল, কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন দীপুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
M/P
Leave a Reply