আবু তালহা তারীফ, নিজস্ব সংবাদদাতাঃ
কেরানীগঞ্জ মডেল থানার খেলাফত যুব মজলিসের উদ্যোগে শাপলা ও জুলাইয়ে বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনায় এবং দেশের শান্তির লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার ঘাটারচরের একটি রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মজলিস কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক জনাব মুফতি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিশিষ্ট লেখক গবেষক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশে দুর্নীতি অন্যায় অবিচার চলতে দেওয়া হবে না। যারা অন্যায় অবিচার করে তাদের রুখে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শফিকুল ইসলাম সভাপতি ঢাকা জেলা দক্ষিন বলেন, পবিত্র মাহে রমজানের মোবারক মাস অন্য একটি মাস এই মাসে ইসলামের প্রথম যুদ্ধ বদর সংগঠিত হয়েছিল আমাদের বদরের শিক্ষা গ্রহণ করতে হবে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মুফতি শহিদুল ইসলাম বলেন, সিয়াম সাধনার মাস রমজান, রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন। তিনি বলেন বওরত থাকার মাস রমজান। সকল অন্যায় অবিচার ও গুনাহ থেকে বিরত থাকতে হবে। এছাড়াও দায়িত্বশীলরা উপস্থিত হয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। ইফতার মাহফিলে বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক, কলামিষ্ট, ইমাম,খতিবসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply