ডেস্ক নিউজ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় ডাকাতি মামলায় ওয়ারেন্টের আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে উপপরিদর্শক ইউনুসের মাথায় ৪ টি সেলাই লেগেছে বলে জানান ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন শেখ।
এঘটনায় জড়িত ডাকাতি মামলার আসামি আকাশ কে গ্ৰেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জে থানার ইকুড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনূস মুন্সী, এএসআই ফরহাদ, কনস্টেবল বাশার ও কনস্টেবল সোহাগ জিআর সাজাভুক্ত আসামি আকাশ’কে গ্রেফতার করতে সাতপাখী এলাকার দারোগা গলি আসামির বাড়িতে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামি আকাশের আত্মীয় স্বজন মিলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি আকাশ কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে আসামি পক্ষের লোকজন হামলা চালায়।
Leave a Reply