কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পঞ্চায়েত সমিতির অফিসে ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকার মদিনানগর পঞ্চায়েত সমিতির অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তারা জানান, সমিতির সাবেক সহসভাপতি আনোয়ার পেদা ও তার ছেলে ফিরোজ পেদার নেতৃত্বে অন্য এলাকা থেকে মিলন, সোহেল ও শাকিলসহ বহিরাগত আরও ২০/২৫ জন লোক নিয়ে এলাকাবাসীর ওপর অতর্কিতভাবে এই হামলা চালায়। খবর পেয়ে রাতেই পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
স্থানীয়রা আরও জানান, এরআগেও তারা এলাকায় একক প্রভাব বিস্তার করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও দাবি করেন তারা।
এম / পি
Leave a Reply