কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে পরকিয়া প্রেমিকের বটির কোপে সীমা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দক্ষিন কেরানীগঞ্জের আম বাগিচা আগানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক প্রেমিক ইমন নামে এক যুবককে এলাকাবাসী আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানাগেছে, প্রেমিক ইমনকে বিয়ের জন্য চাপ দিলে সে তার প্রেমিকা সীমা আক্তারকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
স্থানীয়রা জানান, প্রেমিক ইমন হোসান (২০) আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন। তার প্রেমিকা সীমা আক্তার শিশু মেয়েকে নিয়ে আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমনের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন হোসেন তার ঘরে থাকা বটি দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন সীমা চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন পরকীয়া প্রেমিক ইমন হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম সীমা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমন হোসেনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে অপর দিকে সীমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
এদিকে নিহতের স্বামী আক্তার হোসেন ঘটনাটি ছিনতাই বলে চালানোর চেস্টা করে বলেন, আমার স্ত্রী সিমা আমার মেয়েকে নিয়ে কোচিং থেকে আমবাগিচা বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘচে। ছিনতাইকারীরা আমার স্ত্রীর কানের দুল ও তার সাথে থাকা নগদ ২০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply