1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২১ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যেই কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম জবি শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার না ফেরার দেশে পাড়ি জমালেন  সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সালাহ্উদ্দিন মিয়া  কিছু হলেই যমুনায় চল, এমন আর হবে না সরকার কঠোর ব্যবস্থা নেবেন ‘কণ্ঠরোধে ৩২টি আইন থাকলেও সাংবাদিকদের সুরক্ষায় কোন আইন নেই’ সামাজিক যোগাযোগ মাধ্যমে আ. লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের বটির কোপে প্রেমিকা খুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
আটক ঘাতক ইমন হোসেন

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে পরকিয়া প্রেমিকের বটির কোপে সীমা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দক্ষিন কেরানীগঞ্জের আম বাগিচা আগানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক প্রেমিক ইমন নামে এক যুবককে এলাকাবাসী আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানাগেছে, প্রেমিক ইমনকে বিয়ের জন্য চাপ দিলে সে তার প্রেমিকা সীমা আক্তারকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।

স্থানীয়রা জানান, প্রেমিক ইমন হোসান (২০) আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন। তার প্রেমিকা সীমা আক্তার শিশু মেয়েকে নিয়ে আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমনের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন।  এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন হোসেন তার ঘরে থাকা বটি দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন সীমা চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন পরকীয়া প্রেমিক ইমন হোসেনকে আটক করে  গণধোলাই দিয়ে পুলিশে  সোপর্দ করে।

পরে  দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম সীমা আক্তারকে আহত অবস্থায়  উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ  মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।  সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইমন হোসেনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে অপর দিকে সীমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।

এদিকে নিহতের স্বামী আক্তার হোসেন  ঘটনাটি ছিনতাই বলে চালানোর চেস্টা করে বলেন, আমার স্ত্রী সিমা আমার মেয়েকে নিয়ে কোচিং থেকে আমবাগিচা বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘচে। ছিনতাইকারীরা আমার স্ত্রীর কানের দুল ও তার সাথে থাকা নগদ ২০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews