1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২১ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যেই কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম জবি শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার না ফেরার দেশে পাড়ি জমালেন  সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সালাহ্উদ্দিন মিয়া  কিছু হলেই যমুনায় চল, এমন আর হবে না সরকার কঠোর ব্যবস্থা নেবেন ‘কণ্ঠরোধে ৩২টি আইন থাকলেও সাংবাদিকদের সুরক্ষায় কোন আইন নেই’ সামাজিক যোগাযোগ মাধ্যমে আ. লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

যোগ্য মানুষকে নির্বাচিত ও ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার চাই: জামায়াত আমির

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। কারণ, ন্যায় পরায়ণ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে ও ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে জেলা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর নতুন করে অনেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়েন। কিন্তু দেশের ইসলামী কোনো দল তা করেনি। কুরআন, ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই মুহূর্তে দেশে সংস্কারের প্রয়োজন আছে। তাই মানুষ যেন যোগ্য প্রার্থী নির্বাচন করে দেশ গঠনের সুযোগ দিতে পারে। এমন কারণে অবশ্যই সংস্কার করা দরকার। রাতারাতি নয়, তবে তা যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে।

সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমীর ইউনুস হেলাল, শাহরাস্তি আমির মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলার আমির কলিম উল্লাহ, পৌরসভা আমির আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খলিল।

পথসভায় চাঁদপুর জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews