নিজস্ব সংবাদদাতা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর তেল ঘাটে এলাকায় মার্কেটের জায়গার মালিকানা কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায় ২০০৮ সালে তেলঘাটের একটি জায়গা ক্রয় করেন ব্যবসায়ী রফিক শেখ। ঐ জায়গার ওয়ারিশ সংক্রান্ত একটা মামলা থাকলে আদালতের মাধ্যমে মামলাটির সমাধান করে আসমা টাওয়ার নামে একটি মার্কেট নির্মান করেন তিনি।
এ বিষয়ে রফিক শেখ জানান, তার ক্রয়কৃত জায়গার ওয়ারিশ দাবীদাররা গত ১৭ বছরে এ জায়গার বিষয়ে কিছু না বললেও গত ১১ জানুয়ারী রাতে লোকজন নিয়ে আসমা টাওয়ার মার্কেটে এসে মার্কেটের সাইনবোর্ড খুলে আহমেদ টাওয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে যায়।
পরবর্তীতে রবিবার (১২ জানুয়ারী) তার লোকজন নিয়ে গিয়ে আহমেদ টাওয়ার নামক সাইনবোর্ড খুলে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ আসে। এছাড়া বিএনপির দক্ষিন কেরানীগঞ্জ থানা সভাপতি অ্যাড: নিপুণ রায় তেলঘাটের রফিক টাওয়ারে অবস্থিত রফিক শেখের অফিসে উপস্থিত হলে কিছু দুষ্কৃতকারী নিপুন রায় ও পুলিশের উপস্থিতিতে রফিক শেখের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে যায় এবং রফিক শেখের অফিসের কর্মীদের পিটিয়ে আহত করা হয় বলেও অভিযোগ করেন রফিক শেখ।
এসময় উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিক ভিডিও ফুটেজ ধারন করতে গেলে দুস্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা করে ক্যামেরা ভাঙচুর করে। পরে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে পুলিশ রফিক শেখ ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের সাথে কথা বলার জন্য দীর্ঘসময় চেষ্টা করা হলেও পুলিশ কোন বক্তব্য দিতে রাজী হয় নি।
Leave a Reply