কেরানীগঞ্জ (ঢাকা): খালেদা জিয়ার রোগ মু্ক্তির জন্য কেরানীগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের নির্দেশনায় কেরানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শনিবার কেরানীগঞ্জের কদমতলী রয়েল পার্টি সেন্টারে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
এসময় দোয়া মোনাজাত অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পলকে শুভেচ্ছা জানান ও বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার রোগ মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা শেষে, বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে আসবে এমনটি আশা করে তার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply