নিজস্ব প্রতিবেদক: বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩০ (ত্রিশ) সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন ও সাধারণ সম্পাদক পদে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া নির্বাচিত হন।
উক্ত কমিটিতে ৩ জন কর্মকর্তা সহসভাপতি পদে নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিতরা হলেন, নুসরাত আজমেরী হক (উপপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমি), সৈয়দ মাহবুবুল হক বাহলুল (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম), ফাহমি মো. সায়েফ (সিনিয়র সহকারী সচিব, আরআরআরসি)।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন কর্মকর্তা নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিতরা হলেন মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), রফিকুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন ৩ জন কর্মকর্তা। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতরা হলেন নূরুল হাই মোহাম্মদ আনাছ (অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা), মো. আশিকুর রহমান চৌধুরী (কমিশনার এর একান্ত সচিব, দুর্নীতি দমন কমিশন), মো. সোহেল রানা (অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর)।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. মুসফিকুল আলম হালিম (উপদেষ্টার সহকারী একান্ত সচিব, খাদ্য মন্ত্রণাল), উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে মুনতাসির হাসান (উপপরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বুলবুল আহমেদ (অতিরিক্ত জেলা প্রশাসক, মৌলভীবাজার), আইসিটি সম্পাদক পদে শামীম ভুইয়া ( নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর), দপ্তর সম্পাদক পদে মো. শাহিদুল আলম (রেক্টরের একান্ত সচিব, বিসিএস প্রশাসন একাডেমি), আইন বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল্ল্যাহ আল মামুন (অতিরিক্ত জেলা প্রশাসক, টাঙ্গাইল), সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শীতেষ চন্দ্র সরকার (প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন), উপকোষাধ্যক্ষ পদে মো. বরমান হোসেন (অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ)।
এছাড়া কার্যনির্বাহীর কমিটির সদস্য পদে মো. নুরের জামান চৌধুরী (অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট), হাসান মারুফ (অতিরিক্ত জেলা প্রশাসক, খাগড়াছড়ি), সাদিয়া আফরিন (অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা), মো. রওশন আলী (অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোর), মেজবাহ উদ্দীন (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিআরটিএ, খুলনা), মো. আক্তারুজ্জামান (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ), রামানন্দ পাল (অতিরিক্ত জেলা প্রশাসক, ফরিদপুর), তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ (অতিরিক্ত জেলা প্রশাসক, মেহেরপুর), বকুল চন্দ্র কবিরাজ (অতিরিক্ত জেলা প্রশাসক, ঝিনাইদহ), মো. রনি আলম নুর (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর), মো. আক্তার হোসেন শাহিন (প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) এবং মো. আবুল হাসেম (ইউএনও, তাহিরপুর, সুনামগঞ্জ)।
Leave a Reply