নিজস্ব প্রতিবেদক: দৈনিক যায়যায়দিন পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি ও অনলাইন বুড়িগঙ্গা টিভি চ্যানেলের বার্তা সম্পাদক সাংবাদিক মাসুম পারভেজ এর বাবা এমদাদুল হক এন্তাজ মিয়া (৬৫) বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে মৃত্যুর পর তাকে অ্যাম্বুলেন্স যোগে নিজ গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিয়ে আসা হয়।
সেখানে বাদ আছর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি এক পুত্র দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply