1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

টোল প্লাজায় মর্মান্তিক ৬ জনের মৃত্যু, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসী
কেরানীগঞ্জ (ঢাকা) : গত ২৭ ডিসেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় শিশুসহ ৬জন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কেরানীগঞ্জ, পোস্তগোলা-জুরাইন ও আহত-নিহত পরিবারের স্বজনেরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর বুড়িগঙ্গা প্রথম সেতুতে (পোস্তগোলাসেতু) মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলে নাজমুল ইসলাম রাজু ও রাতুল জানান, গত ২৭ ডিসেম্বর, সকাল ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস ধাক্কায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান ইমি (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭) নিহত হয়। আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রাইভেটকারের মালিক নুর আলম (৪২), তার বোন ফাহমিদা আক্তার (১৭), প্রাইভেটকারের চালক হাবিবুর রহমান (৩৮) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)। নিহতের ঘটনায় মামলায় জড়িত র‍্যাবের হাতে গ্রেফতারকৃত বাসমালিক ও চালকসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরে তারা প্রায় তিন ঘণ্টা সেতু অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বুড়িগঙ্গা প্রথম সেতু অবরোধরত কেরানীগঞ্জ, পোস্তগোলা ও জুরাইনবাসীকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তারকৃত চালক মালিকের শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিলে সেতু ছেড়ে চলে যান অবস্থানরতরা। এসময় স্নাতক চতুর্থবর্ষের শিক্ষার্থী জুলিয়া আক্তার বলেন, আমরা গ্রেফতারকৃত বাস চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে সবার জন্য সড়ক নিরাপদ করা হোক—এই দাবি জানাচ্ছি। সড়ক নিরাপদ থাকলে আমরা আজ একই পরিবারের শিশুসহ চারজনকে হারাতাম না। একই সঙ্গে বিক্ষুব্ধ জনগণ প্রশাসনকে ছয় দফার দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে হত্যার দায়ভার ব্যাপারী পরিবহনকে নিতে হবে, দুর্ঘটনার জন্য দায়ী ব্যাপরী পরিবহনের বাসের চালক ও মালিককে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তি দিতে হবে, ঢাকা-মাওয়া মহাসড়ক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করতে হবে, বুড়িগঙ্গা প্রথম-দ্বিতীয় সেতু ও ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে।
পোস্তগোলা-জুরাইন জোনের ট্রাফিক ইন্সপেক্টর শাহ সুলতান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় গত ২৭ ডিসেম্বর বাসের ধাক্কায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে থাকা ৬জন নিহতের ঘটনায় প্রায় তিন ঘণ্টার মতো সড়ক অবরোধ করেছিলেন। পরে আইনশৃঙ্খলাবাহিনী সেতুতে অবরোধরত কেরানীগঞ্জ, পোস্তগোলা-জুরাইন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে সেতু ছেড়ে তারা চলে যান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews