ডেস্ক নিউজঃ চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল এমভি আল-বারাকার মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজ নামের জাহাজটি।
প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ওই পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়া একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply