ডেস্ক নিউজ: ভারত-বাংলাদেশ সীমান্তে মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত অ্যাক্টিভ পাকিস্তানি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শেলটি ভারতের দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিনহাটার চৌধুরীহাট এলাকায় এক কৃষক হিতেন মোদক তার জমি খোঁড়ার সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান। বাড়ি নিয়ে বস্তুটির গায়ে লেগে থাকা কাদা ধুয়ে ফেললে এসে তিনি দেখতে পান সেটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকটি সঙ্গে সঙ্গে স্থানীয় বিএসএফ চৌকিতে খবর দেন। বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টারটি নিরাপদে মাটির গর্তে রেখে সেটিকে বস্তা দিয়ে ঢেকে রাখেন। পরে স্থানীয় সাহেবগঞ্জ থানায় ও বিন্নাগুরির সেনা বোম স্কোয়াডকে খবর দেয়া হয়।
পরে বুধবার বিন্নাগুরির বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে মর্টারটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি আন্তর্জাতিক সীমানার কাছে হওয়ায় এর সঙ্গে নিরাপত্তাজনিত কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে পাকিস্তানি মর্টার শেল উদ্ধারের ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে অপপ্রচারে নেমেছে ভারতীয় গণমাধ্যম। কলকাতার একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম মুক্তিযুদ্ধের সময়ের অস্ত্র উদ্ধারের ঘটনায় সাম্প্রতিক সময় পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করা হয়েছে বলে দাবি করেছে।
গেল বছর সিকিমের লোনাক লেক ও ড্যাম বিপর্যয়ের পর ভেসে যায় সিকিমে স্থিত ভারতের দুটি অস্ত্রাগার। সিকিমের পাহাড় থেকে পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশের অংশ ছড়িয়ে পড়ে সেই অস্ত্রের বড় অংশ। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা এবং বিএসএফ। এরমধ্যে এবার উদ্ধার হল মুক্তিযুদ্ধের সময়ের পাকিস্তানি অস্ত্র।
Leave a Reply