1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে জাহাজ দুই টুকরো মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস কবি হেলাল হাফিজের প্রথম জানাজা আগামীকাল সকাল ১১ টায় গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ভারতের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ : রিজভী ১৭ ডিসেম্বর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি লটারির মাধ্যমে নতুন করে হিসাব-নিকাশ কষতে শুরু করেছে বিশ্বের পরাশক্তি দেশগুলো জুলাই কন্যাদের কীর্তিগাঁথা ও অবদানের গল্প শুনলেন প্রধান উপদেষ্টা ইসলামপুর ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে জাহাজ দুই টুকরো

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

৪ হাজার টনের বেশি তেল নিয়ে ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার দুটি জাহাজ। এতে পরিবেশগত বিপর্যয়ের হুমকি তৈরি হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের

রুশ সংবাদামাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) একটি বড় ঢেউয়ের আঘাতে কার্গো জাহাজ ভলগোনেফ-২১২ দুই টুকরো হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জাহাজের সামনের অংশ পানিতে তলিয়ে আছে। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া থেকে ৫ মাইল দূরে পূর্ব উপকূলে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়লে এ ঘটনা ঘটে।

ট্যাঙ্কারটি মাজুদ নামে পরিচিত। এতে ৪ হাজার ৩০০টন নিম্ন মানের ভারী জ্বালানি ছিল। দুর্ঘটনার পরই রাশিয়ার জরুরি সেবা উদ্ধার অভিযান শুরু করেছে। যেখানে ট্যাকবোট এবং মিলি মি-৮ হেলিকপ্টার যোগ দিয়েছে। ওই জাহাজটিতে ১৩ জন ক্রু ছিল।

এ ঘটনার পরই ভরগোনেফ-২৩৯ নামের আরও একটি জাহাজ একই এলাকায় দুর্ঘটনার মুখে পড়বে। ওই জাহাজটিতে ৪ টন জ্বালানি তেল ছিল। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে আরেকটি জাহাজ পাঠানো হয়েছে। একজন নাবিক ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি নৌকা থেকে জাহাজ ডুবির চিত্র গ্রহণ করেন।

এমন ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণের সঙ্গে তুলনা করেছে ইউক্রেন। দেশটির নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটেনচুক বলেন, রাশিয়ার ওই ট্যাঙ্কারগুলো বেশ পুরনো। ঝড়ের সময় এগুলা নিয়ে সমুদ্রে যাওয়া সম্ভব নয়। রাশিয়া নৌ আইন লঙ্ঘন করেছে। ফলে এ ধরনের ঘটনা ঘটেছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিবেশ বিপর্যয় ঠেকাতে উদ্ধারকর্মীদের সঙ্গে কাজ করতে সরকারিভাবে একটি ওয়ার্কিং দল গঠন করেছেন। এছাড়া তিনি পরিবেশ এবং জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews