কেরানীগঞ্জ (ঢাকা): “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা ” প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সভাকক্ষে কেরানীগঞ্জ দূর্নীতি দমন কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে ও কাওসার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভার সহকারী কমিশনার ভূমি মনিষা রানী কর্মকার প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে দুর্নীতি হচ্ছে এবং তা প্রতিহত করার উপায় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক,চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার নোভা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
T2</
Leave a Reply