কলকাতা :
শেখ হাসিনার পতনের পর কমেছে কলকাতার পর্যটক ও রোগী সেবা প্রত্যাশির সংখ্যা। ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কের চড়াই উতরাইয়ের মধ্যেও ইতিবাচক সিদ্ধান্ত নিলো কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মোট খরচের ওপর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন, হাসপাতালের সুপার ডাক্তার সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অতিথির রূপে তাদের আপ্যায়ন করা হবে। বয়কট প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমত ক্ষোভের সুরে বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগীরা ভারতে যাচ্ছেন তাদের চিকিৎসা না দেয়া অমানবিক। মানবিক দৃষ্টিভঙ্গিতে থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য জ্ঞানে রোগীকে ফিরিয়ে দেয়া উচিত নয়।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। আর তাদের হাসপাতালে যে ২ শতাংশ কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে ১০ শতাংশ মানবিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
তবে এই মূল্যছাড় কতদিন চলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
এর আগে, বাংলাদেশি রোগী বয়কটের ঘোষণার তীব্র নিন্দা ও বিরোধিতা করে ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশ (আইএমএ)। তারপরেই দক্ষিণ কলকাতার বেহালার এই বেসরকারি হাসপাতালের ঘোষণা রীতিমতো সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে ও ভারতে।
Leave a Reply