কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা থেকে নগ্ন অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বুধবার রাতে মিলব্যারাক পুলিশ লাইন্স এলাকার গঙ্গাশাহ মাজারের কাছ থেকে বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানা পুলিশের এসআই মোঃ আল আমিন জানান, স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে ট্রিপল নাইনে সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
সুরতহালের সময় লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে লাশটি পানিতে দীর্ঘক্ষণ থাকায় ফিঙ্গারপ্রিন্ট নেয়া সম্ভব হয়নি। তবে এটা কোন হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply