কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রঅধিকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এর উপর হামলার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া নিজ বাসায় ফেরার পথে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঐ ছাত্রের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে সাজ্জাদের মাথা ও হাতে গুরুতর জখম হয়।
খবর পেয়ে সাজ্জাদকে তার কয়েক বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার উন্নতি হলে সোমবার বিকালে সাজ্জাদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, রবিবার রাতে সাজ্জাদ তার বাসায় ফেরার পথে হাসিবুুল হাসান অনিক ওরফে ময়লা অনিক, ওরফে টেপা অনিক(২৬), ইফাজ (২৪), হৃত্তিক( ২৪), সোহান ওরফে ডিব্বা সোহান (২৮) ও কালা বাবু (৩০)সহ ৭/৮ অজ্ঞাত মিলে হত্যার উদ্দেশ্যে সাজ্জাদকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও দুই হাতে আঘাত করে।
সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান , গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে। সেখানে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেয়ায় সন্ত্রাসীরা হামলা করেছে ।
হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামাজিক সংগঠক সায়মন চৌধুরী জানায়, ‘আমি খবর পেয়ে তার বাসায় গিয়ে তার খোঁজ খবর নিয়েছি। বিষয়টি থানায় অবগত করেছি। এ হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।’ সেইসাথে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী আল আমিন মিনহাজ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সাজ্জাদ নামে এক ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply