কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরাণীগঞ্জে ছুরিকাঘাতে অটো রিকশা চালক নয়ন হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী শারমিন (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল মর্জিনা পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গত বুধবার ভোরে পারিবারিক কলহের জেরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার তালগাছতলা এলাকায় স্বামী নয়ন মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্ত্রী শারমিন বেগম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নয়নের প্রথম স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে দক্ষিন কেরাণীগঞ্জ থানায় দ্বিতীয় স্ত্রী শারমিনকে আসামি করে মামলা দায়ের করলে (মামলা নং-৩১) মামলার ছায়া তদন্তের অংশ হিসেবে র্যাব-১০ বিশেষ অভিযান পরিচালনা করে মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শারমিন হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply