কেরানীগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ বলেছেন ছাত্র জনতার রক্তের ছাপ না শুকাতে একটি মহল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে আবোল তাবোল কথা বলছে। আমরা ‘ছাত্র জনতা’ এর নাম তারা মুছে দিতে চায়। আমরা প্রতিটি ক্ষেত্রে নজরদারী করছি কোন জায়গায় বৈষম্য করতে দিব না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই মিশন চলবে। প্রতিটি অফিস সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এখনো পূর্বের ন্যায় চলছে। স্বৈরাচার শেখ হাসিনার দোসররা ঘুষ বানিজ্যে লিপ্ত আছে তাদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।
তিনি বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ ছাত্র জনতার ব্যানারে কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মমনগাও পারজোয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত এ সমতা ফিরে না আসবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এর দাত ভাঙ্গা জবাব দিবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কেরানীগঞ্জের সন্তান শহীদ রিয়াজ ও শহীদ এ্যালিনের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসনাত তপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাশরাফি সরকার। আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি যাবেদ হোসেন, কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি ও ক্রিড়া সংগঠক সায়মন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ইসমাঈল হোসেন জিতু।
মোঃ এরশাদ হোসেন/ নিজস্ব প্রতিবেদক
Leave a Reply