পেশকৃত ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকারের মদদপুষ্টদের স্বার্থই স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বলেন এ কথা বলেন। এদিকে, বাজেটে নিন্ম আয়ের মানুষের জন্য জিডিপির ৭ থেকে ৮ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পুরান ঢাকার জজকোর্টে বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। সভায় বক্তব্যকালে মির্জা ফকরুল বাজেট বিষয়ে তার প্রতিক্রিয়াও দেন।
ফখরুল বলেন, করোনার এ দুঃসময়ে অর্থনীতিকে সচল রাখতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার তা হলো- ‘দিন আনে দিন খায়’ মানুষের জন্য সহায়তা। পত্র-পত্রিকায় বেরিয়েছে, করোনা মহামারির ফলে দারিদ্র্যসীমার নিচে এসেছে আড়াই কোটি মানুষ। আগের দরিদ্র তিন কোটি। তার মানে প্রায় ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। এ মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে অবশ্যই এ মানুষগুলোর ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। তাদের কাছে টাকা পাঠাতে হবে। কিন্তু সরকার সেটা করছে না। এখনো তারা তেলে মাথায় তেল দিচ্ছে।
এদিকে স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে একটি ঋণের বাজেট উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার ২০২১-২২ বাজেট ঘোষণার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।
ড. আবদুল মঈন খান এই বাজেটকে ‘অধমর্ণের বাজেট’ বা ‘ঋণের বাজেট’ হিসেবে অভিহিত করে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি অধমর্ণের বাজেট।’
Leave a Reply