কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে রিনাত ফৌজিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। বুধবার সকালে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
জানা গেছে, ৩৩ তম বিসিএস (প্রশাসন) রিনাত ফৌজিয়া ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার পদে তার কর্ম জীবন শুরু করেন। এরপর তিনি জেলা প্রশাসন কার্যালয় ঝিনাইদহ, প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভাগীয় কমিশনার ঢাকা এর কার্যালয়, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, জাতীয় নদী রক্ষা কমিশন ও সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ১লা সেপ্টেম্বর পর্যন্ত সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।
রিনাত ফৌজিয়া টাঙ্গাইল জেলার দেলুয়া বাজার গোপালপুর সোনাটা সিকদার বাড়িতে ১৯৮৩ সালের ১৬ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত হারুনুর রশিদ ও মাতা রাঙ্গা রশিদ। ব্যক্তি জীবনে বিবাহিতা রিনাত ফৌজিয়া এস এম ওবায়দুল হকের স্ত্রী হিসেবে এক মেয়ে ও এক ছেলের জননী।
রিনাত ফৌজিয়া ১৯৯৯ সালে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ২০০১ সালে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে উদ্ভিদবিদ্যা শাখায় প্রথম বিভাগে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
Leave a Reply