বিনোদন ডেস্ক: ছোটকাল থেকে শখ ছিলো বড় হয়ে অভিনেত্রী হবে। বড় হয়ে আজ ঠিকই পর্দা কাপানো অভিনেত্রী হিসেবে ঢাকার মঞ্চ, ও টিভির জনপ্রিয় নাট্য অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।
আকলিমা লিজার ২৮ শে আগস্ট ৪০ তম জন্মদিন। তিনি ৪০ এ পা রাখলেন এবার। বর্তমানে আকলিমা লিজা টিভিতে বেশ কিছু নাটকের অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন।
এই প্রতিবেদককে তিনি জানান-এবার বন্যার কারণে তেমন ভাবে পালন করছিনা। ছোট পরিসরে ঘরে কেক কেটে পালন করবো ইনশাআল্লাহ তিনি আরো বলেন।
আমার উল্লেখযোগ্য নাটকের মধ্যে মনের মিলন, হাড় কিপটা, লো প্রেসার, ফাইসা গেছে বাপ বেটা, গালতি সে মিসটেক, ডেঙ্গু মশায় অসুস্থ প্রেমিকা, চোর, আজ ময়নার গায়ে হলুদ, মায়ের রক্তে ছেলের নেশা।
৪০ তম জন্মদিনে তিনি দেশ ও বিদেশের সকল ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply