অনলাইন ডেস্কঃ ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল একটি প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চসহ ছয়জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে মাইক লিঞ্চের মেয়ে হান্না লিঞ্চ, মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। খবর বিবিসির।
সিসিলির সিভিল প্রোটেকশন বিবিসিকে জানিয়েছে, সোমবার (১৯ আগস্ট) ভূমধ্যসাগরীয় দ্বীপের উপকূল থেকে প্রায় ৭০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছয়জনের মধ্যে মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। তাছাড়া ব্রিটিশ প্রযুক্তি ধনকুবের মাইক লিঞ্চ (৫০) এবং তার মেয়ে হান্নার (১৮) নিখোঁজের বিষয়টি আগেই জানা গেছে।
৫৬ মিটার দীর্ঘ বায়েসিয়ান নামের প্রমোদতরিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ানসহ ২২ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। দুর্ঘটনার পর পর এক বছর বয়সী একজন ব্রিটিশ মেয়েসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রমোদতরির রাঁধুনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রবল ঝড়ের কারণে পানির স্রোত বা বাতাসের ঘূর্ণির কারণে স্থানীয় সময় ভোর ৫টার দিকে প্রমোদতরিটি ডুবে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইতালীয় সংবাদপত্র লা রিপাবলিকা।
নিখোঁজ যাত্রীদের একজন মাইক লিঞ্চ। তাকে কেউ কেউ ‘ব্রিটিশ বিল গেটস’ বলে থাকেন। তিনি সফটওয়্যার কোম্পানি অটোনমির সহ-প্রতিষ্ঠা। ২০১১ সালে আমেরিকান কম্পিউটিং জায়ান্ট এইচপির কাছে ১১ বিলিয়ন মার্কিন ডলারে এই কোম্পানি বিক্রি করে দেন তিনি।
Leave a Reply