1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার জুমার নামাজের খুতবার গুরুত্ব কেরানীগঞ্জে দেড় কোটি মুল্যের সরকারি জমি উদ্ধার ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কারাগারে ঢালাও মামলার প্রবণতা বিব্রতকরঃ আইন উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল

বগুড়া জেল থেকে ছাদ কেটে পালানো ৪ আসামি যেভাবে ধরা পড়ে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • বগুড়া জেলা কারাগারে বন্দি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছাদ কেটে গামছা বেয়ে পালিয়ে যাওয়ার ১৪ মিনিটের মাথায় ফের ধরা পড়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটে। এ কা-ে জেলা প্রশাসন ও জেল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি করেছে বলে জানা গেছে।

পালিয়ে যাওয়া কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র

আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটে খবর পাই, বগুড়া কারাগার থেকে মৃত্যুদ-প্রাপ্ত চার কয়েদি পালিয়ে গেছে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ। এতে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, কয়েদিদের পলায়নের ঘটনা জানার সঙ্গে সঙ্গে বগুড়া সদর থানার অধীনে বেশ কয়েকটি টিম নিযুক্ত করা হয়। ঘটনার পরপরই কারাগারটিকে কেন্দ্র করে এক কিলোমিটার এলাকা পর্যন্ত ঘিরে ফেলে বগুড়া জেলা পুলিশের চৌকস একটি দল। এ সময় এসআই খোরশেদ বগুড়া সদর থানা থেকে কিছু দূরের চাষীবাজারে চারজন লোককে দেখেন। তাদের গা খালি থাকলেও পরনে কয়েদির পাজামা দেখে তিনি নিশ্চিত হন যে, তারাই কারাগার থেকে পালিয়েছেন। এরপর তিনি জীবনের ঝুঁকি নিয়ে আসামিদের ধরে ফেলেন। ধরার পরপরই চার আসামিকে ডিবি হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন কথা না বলেই জেলগেট থেকে সাংবাদিকদের রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কারা সূত্রে জানা গেছে, ডিআইজি প্রিজনকে প্রধান করে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews