নতুনকরে সিলেটে আবারো মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে দুই দিনের মধ্যে ৫ বার কেঁপে উঠলো সিলেট নগরী। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে,আজ রোববার ভোর ৪ টা ৩৫ মিনিটে সিলেটে মৃদু ভূকম্পন অনুভুত হয়। সিলেট অঞ্চলে মৃদু মাত্রার হলেও যেভাবে পাঁচ-ছয়বার ভূকম্পন ঘটে গেল, তাকে ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ এই এলাকায় যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর আগে, শনিবার সকালে সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে চারবার মৃদু ভূমিকম্প হয় সিলেটে। সকাল ১০ টা ৩৭ মিনিট থেকে দুপুর ২ টার মধ্যে এই ভূকম্পনগুলো অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিগত ৩ মাসে ৫০টির মতো ছোটবড় ভূমিকম্প হয়েছে সিলেট অঞ্চলে। পরপর একাধিকবার মৃদু ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস বলছেন বিশেষজ্ঞরা। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা তাদের। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন ধরা পড়েছে, যেগুলোর সবটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৯৬ থেকে ২৩২ কিলোমিটার উত্তরপূর্বে বাংলাদেশ-ভারত সীমান্তের জৈন্তাপুর এলাকায়।
এদিকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের প্রিশক ও আফটারশক থাকে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়। আবার বড় ভূমিকম্প হলে তারপর ছোট ছোট কম্পন হয়। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্প প্রবণ সেজন্য সতর্ক থাকতে হবে।
Leave a Reply