নিজস্ব প্রতিবেদক: ৭৫ বছর বয়সে তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মো. আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা। পাত্রীর বয়স (৫০)। পাত্রী সুফিয়া বেগমের বাড়ি রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায়। সুফিয়া বেগমের কোনো সন্তান নেই বলে জানা গেছে।
ছেলে-মেয়েদের সম্মতিতে শেষ বয়সে একাকীত্ব দূর করতে নিজেই পাত্রী দেখে পছন্দ করেন। গত রোববার (২৬ মে) সন্ধ্যায় ছেলে-মেয়ে ও এলাকাবাসীর উপস্থিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। আনু মোল্লা দৌলতদিয়া রেল স্টেশন এলাকার শামসু মাস্টারের পাড়ার বাসিন্দা।
জানা যায়, আনু মোল্লা পেশায় একজন হকার। দৌলতদিয়া রেল স্টেশনে বিভিন্ন জিনিস হকারী করে বিক্রি করেন। আনু মোল্লার এটা তৃতীয় বিয়ে। এর আগে তিনি আরও দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা গেছে প্রায় একযুগ। তারপর দ্বিতীয় বিয়ে করেন। ওই স্ত্রীও মারা গেছে ছয় বছর হল। আনু মোল্লার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আনু মোল্লা বলেন, ‘আমি ছেলে মেয়েদের কাছে আমার বিয়ের কথা বলছি। তারা আমাকে মেয়ে দেখতে বলে। আমি মেয়ে দেখে পছন্দ করি। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।’
প্রতিবেশী রতনা বেগম বলেন, তিনি অনেক দিন হলো বিয়ের জন্য পাত্রী খুঁজেছেন। তার ছেলে-মেয়েরা বাবার একাকীত্ব কথা চিন্তা করেই বিয়ে সম্মতি দিয়েছে।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন বলেন, আনু মোল্লার বাড়ি আমার পাশের গ্রামে। রেল স্টেশনে বিভিন্ন জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ফেসবুকে ছবি দেখে জানতে পারলাম আবার বিয়ে করেছে আনু মোল্লা।
Leave a Reply