কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিপুল পরিমান নকল ও ভেজাল এবং ভেজাল ঔষধ তৈরির সরঞ্জাম সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইলের নাগরপুর থানাধীন দেওগুটিয়া এলাকার গিয়াসউদ্দিনের ছেলে মো: আলী আকবর (২০) ও একই থানাধীন গয়াহাটা এলাকার শহীদুল ইসলামের ছেলে মো: দূর্জয় (২০)।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে জিনজিরার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার ৩৫০ পিস ভেজাল ঔষধ এবং ভেজাল ঔষধ তৈরির কাজে ব্যবহৃত ২৫টি পাঞ্চস্টিক, ৩টি প্লাস্টিকের নীল রংয়ের ড্রামে ৮০ কেজি ট্যাবলেট ও পাউডার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ভেজাল ঔষধ প্রস্তুতকারী চক্র। তারা বেশ কিছুদিন ধরে মেসার্স বোটানিক ল্যাবরেটরীজ (ইউনানী) ঔষধ কোম্পানীর নাম ব্যবহার করে বিভিন্ন নকল ও ভেজাল ঔষধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ফার্মেসিতে সরবরাহ করে আসছিল। যা উল্লেখিত কোম্পানীর সুনাম বিনষ্ট ও উক্ত কোম্পানীর ক্ষতি সাধন করে আসছে। এছাড়াও নকল ও ভেজাল ঔষধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ফলে জনসাধারনের স্বাস্থ্য ঝুঁকিতে ব্যাপক প্রভাব ফেলছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply