রাজধানীর শনির আঁখড়া এলাকা থেকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় কিশোরগ্যাং চক্রের ৬ সদস্যকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কেন্দ্রীয় কারাগারের সামনের সড়ক থেকে হত্যায় জড়িত ৬ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হল, তানজিল শেখ,মোঃ শাহরিয়ার ইসলাম শুভ, মোঃ শাহরিয়ার নাফিজ জয়, মোঃ হাবিবুর রহমান ,মোঃ বাবুল হোসেন টুটুল, ও মোঃ মাহমুদ। এরা সকলেই শনির আঁখড়া এলাকায় বসবাস করত।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিরাব সন্ধ্যার কিছু সময় পরে রাজধানীর কদমতলী থানার শনি আখঁড়া এলাকায় বর্ণমালা স্কুলের গলিতে সিগারেট নিয়ে জুনিয়র-সিনিয়র দন্ডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত সায়েম কদমতলী থানার আল ইসলামিয়া মসজিদ এর পাশে বাপ্পীর বাড়ীতে ভাড়া থাকতো। সে ১২নং কুতুবপুর গ্রামের বেগমগঞ্জ থানার নোয়াখালী জেলার আব্দুল আলীর সন্তান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্য রাতে কেন্দ্রীয় কারাগারের সামনে টহলরত পুলিশের চোঁখে পরে ৬ সদস্যের একটি কিশোরগ্যাং চক্র। এসময় তাদের শরীরে রক্তমাখা পোশাক দেখে পুলিশের সন্ধেহ হলে তাদের আটক করে। প্রাথমিক জিঞ্জাসাবাদে ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোরের সাথে তাদের মারামারি হয় বলে জানান। পরে গ্যাং চক্র জানতে পায় সায়েম মারা গেছে। এমন খবরে তারা মাওয়া হয়ে শরিয়তপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টার করছিল বলে স্বীকার করেন। এ ব্যাপারে কদমতলী থানায় খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কদমতলী থানা এলাকায় ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোর হত্যাকান্ডের সাথে জড়িত ৬ কিশোরগ্যাং সদস্যকে আটক করে সংশ্লিষ্ট থানায় আটকৃতদের হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রকৃয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply